সুপ্রভাত ক্রীড়া ডেস্ক
আগামী মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডে বড় এক পরিবর্তন আনতে চলেছেন কোচ এরিক টেন হ্যাগ। রক্ষণকে শক্তিশালী করতে এবার আর্জেন্টাইন তারকা লিসান্দ্রো মার্টিনেজকে দলে ভিড়িয়েছে প্রিমিয়ার লিগের অন্যতম সফল ক্লাবটি।
মার্টিনেজকে দলে নিতে রোনালদোর দলের খরচ করতে হয়েছে সাড়ে ৫ কোটি ইউরো। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫১৮ কোটি টাকা। খবর ডেইলি-বাংলাদেশ’র
ফ্রেঙ্কি ডি ইয়ংকে দলে ভেড়ানোর সব যোগাড়যন্ত্র এরই মধ্যে শেষ করে রেখেছে সাবেক প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। ডিফেন্ডার টাইরেল মালাসিয়াকেও দলে ভিড়িয়েছে ক্লাবটি। এরই মধ্যে খবর, আর্জেন্টাইন লিসান্দ্রোকেও দলে ভেড়ানোর প্রায় সব কাজ শেষ করে ফেলেছে ইউনাইটেড। এখন শুধু আনুষ্ঠানিকতা সারাটাই বাকি বলে জানিয়েছেন ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। মার্টিনেজকে দলে ভেড়ানোর দৌড়ে শুরুতে আর্সেনালই এগিয়ে ছিল। প্রথমে এক প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়ে সবশেষ ৩৫০ কোটি টাকার প্রস্তাব দিয়েছিল ক্লাবটি, সেখানেও আয়াক্সের সম্মতি মেলেনি। এরপরই দৃশ্যপটে ইউনাইটেডের আবির্ভাব।
গেল মৌসুমে আয়াক্সের কোচিং করানো টেন হ্যাগ এখন ইউনাইটেডের কোচ। লিসান্দ্রোর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কটা এখানে বড় ভূমিকা রেখেছে বলে জানাচ্ছে ইউরোপীয় সংবাদ মাধ্যম।
গত বুধবার এক বৈঠকে বসে দুই ক্লাব। সেখানেই পাকা কথা হয় দুই ক্লাবের। ইউনাইটেডে তিনি পাচ্ছেন ৫ বছর মেয়াদি চুক্তি, যা হলে ২০২৭ সাল পর্যন্ত সেখানেই থাকবেন তিনি।