সুপ্রভাত ডেস্ক »
সুইজারল্যান্ডের জেনেভা থেকে দেশে ফেরার ফ্লাইটে যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই ফ্লাইটে যাত্রীদের আসনে আসনে গিয়ে সবার সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম বলেন, ফ্লাইটে তাদের আসনের পাশে প্রধানমন্ত্রীকে পেয়ে অনেকেই বিস্মিত ও অবাক হন। একসঙ্গে ছবি তুলতে চাইলে অনেক যাত্রীর আবদারও মেটান প্রধানমন্ত্রী।
‘তিনি বাচ্চাদের সঙ্গেও খুব স্নেহের সঙ্গে কথা বলেন, তাদের সঙ্গে কিছুক্ষণ মজার গল্প করেন, কয়েক শিশুকে কোলেও তুলে নেন।’ খবর বিডিনিউজের।
১৪-১৫ জুন অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট : সোশ্যাল জাস্টিস ফর অল’- এ যোগদান শেষে সুইজারল্যান্ডের জেনেভা থেকে দেশে শুক্রবার রাতে দেশে ফেরেন সরকারপ্রধান।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট রাত ১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।