বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়া আটক

সুপ্রভাত ডেস্ক »

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ঢাকা হযরত শাহজালাল বিমানবন্দর থেকে রোববার (১৮মে) এই অভিনেত্রীকে আটক করা হয়।

এরপর বিমানবন্দরেই তাকে জিজ্ঞাসাবাদ শেষে রাজধানীর ভাটারা থানা হস্তান্তর করা হয়।

নুসরাত ফারিয়াকে আটকের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম। তিনি জানান, তার (নুসরাত ফারিয়া) বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় মামলা রয়েছে ভাটারা থানায়।

তিনি আরও বলেন, যেহেতু মামলা রয়েছে সেজন্য ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দিয়েছে। এরপর ভাটারা থানা তাকে হস্তান্তর করা হয়।

ফারিয়া আটক নাকি গ্রেপ্তার দেখানো হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, মামলা যেহেতু আছে, তবে সেই মামলায় তার সংশ্লিষ্টতা কতটুকু আছে সেটি পর্যালোচনা করার পর গ্রেপ্তারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত আটক।