সুপ্রভাত ডেস্ক »
বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে অংশ নিতে আসা দক্ষিণ কোরিয়ার ২৬ সদস্যের প্রতিনিধি দলসহ বিদেশি বিনিয়োগকারীরা চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড (কেইপিজেড) পরিদর্শন করেছেন।
সোমবার (৭ এপ্রিল) সকালে আনোয়ারার কেইপিজেডে আসেন প্রতিনিধি দলটি। এসময় তারা কর্ম পরিবেশ ও অবকাঠামোর খোঁজ খবর নেন। পরিবহণ ও জ্বালানি ব্যবস্থা নিয়েও কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন বিদেশি উদ্যোক্তারা।
বিনিয়োগ সম্ভাবনা, জুলাই বিপ্লব-পরবর্তী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম, শ্রম ব্যবস্থাপনাসহ সার্বিক বিষয় তুলে ধরতে বিনিয়োগ সম্মেলনের আয়োজন করেছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। এছাড়া দুপুরে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের পরিকল্পনাও আছে সফররত প্রতিনিধি দলটির।