জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে আইএসও সার্টিফিকেশন বিষয়ক এক অনলাইন প্রশিক্ষণ আজ ১৩ জুলাই (সোমবার) অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে সভাপতিত্ব করেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী।
তিনি এ প্রতিষ্ঠানের আইএসও সনদ প্রাপ্তির ব্যাপারে গুরুত্বারোপ করে বলেন, ‘আইএসও সনদ প্রতিষ্ঠানের মান উন্নীতকরণে সহায়ক।’
আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য এ সনদ বিজ্ঞান জাদুঘর কর্তৃক প্রাপ্তির বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রশিক্ষক হিসেবে এ অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মফিজুর রহমান। প্রশিক্ষণে বিজ্ঞান জাদুঘরের ১ম ও ২য় শ্রেণীর সকল কর্মকর্তা অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি