বাসচালক গ্রেফতার

যাত্রীবাহী অটোরিক্সাকে চাপা

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি »

রাঙামাটিতে যাত্রীবাহী সিএনজি অটোরিক্সাকে চাপা দেয়ার ঘটনায় জড়িত পলাতক চালক নুরুল আবছারকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পুলিশ সুপারে কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় অতিরিক্ত পুলিশ সুপার মো. মারুফ আহম্মদ।

সংবাদ সম্মলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. মারুফ আহম্মদ জানান, বাস দুর্ঘটনার পর চালক নুরুল আবছার ঘটনাস্থল হতে পালিয়ে গ্রেফতার এড়ানোর জন্য আত্মগোপনে চলে যায়। ঘটনার পরে নিহত পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে পুলিশ চালক নুরুল আবছারকে গ্রেফতারে অভিযান শুরু করে।

রাঙামাটি জেলা পুলিশের একাধিক টিম বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে ৮ নভেম্বর রাত অনুমান সাড়ে এগারটায় পাঁচলাইশ থানাধীন জামিয়াতুল সুন্নিয়া মাদ্রাসা এলাকা হতে অভিযান পরিচালনা করে বাস চালক নুরুল আবছারকে গ্রেফতার করা হয়।

অভিযানে তথ্য প্রযুক্তি ব্যবহার করে রাঙামাটি জেলা পুলিশ, জেলা গোয়েন্দা শাখার (ডিবি)’র একটি টিম, সাইবার ক্রাইম মনিটরিং সেল এবং কোতয়ালী থানা পুলিশ কাজ করে।

মো. মারুফ আহম্মদ আরও বলেন, বাসটির ফিটনেস ছিলো কিনা এবং এই ঘটনায় মালিকের কোন অবহেলা আছে কিনা সেগুলো খতিয়ে দেখা হবে। যাদের অপরাধ পাওয়া যাবে তাদের আইনের আওতায় আনা হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ তিনি ঐ বাসের চালক ছিলেন বলে স্বীকার করেছেন। তাকে কোতোয়ালী থানায় দায়েরকৃত সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৭২/৭৫/৯৮/১০৫ মূলে আদালতে প্রেরণ করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহ নেওয়াজ রাজু, সদর সার্কেল জাহিদ হোসেন, কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আরিফ হোসেন প্রমুখ।

উল্লেখ্য, ৪ নভেম্বর শহরের ভেদভেদী এলাকায় বাসের ধাক্কায় সিএনজি অটোরিক্সার দুই যাত্রী নিহত হয়। এতে গুরুতর আহত হয়েছে আরও ৪ জন।