বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩০

লোহাগাড়া

নিজস্ব প্রতিনিধি, লোহাগাড়া »

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া এলাকায় বিপরীতমুখী যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৩০জন আহত হয়েছে বলে জানা যায়। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় কক্সবাজারমুখী পূবানী পরিবহনের একটি বাস ও বিপরীতমুখী একটিপ পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়ন বনপুকুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে দোহাজারী হাইওয়ে পুলিশ জানায়।

নিহতের নাম মো. ফারুক (৩০) তিনি পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার বাসিন্দা মনির আহমদের পুত্র বলে জানা গেছে। আহতদের লোহাগাড়া ও চকরিয়ার সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয় বলে জানা যায়। এক সূত্র মতে এক চালকসহ দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় সরাসরি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দূর্ঘটনার পর নিহত ফারুককে তাৎক্ষণিকভাবে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। আহতদের মধ্যে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসার জন্য নেওয়া হয় ৬জনকে। এর মধ্যে সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকার নুরুল ইসলামের পুত্র শিশু রিয়াদ (৭), শিশুর পিতা নুরুল ইসলাম, একই এলাকার ছৈয়দ আহমদের পুত্র মফিজ (৩০), পার্বত্য বান্দরবান সদরের আব্দুল হান্নানের কন্যা ইসমা (২৯), বান্দরবান সদরের ফকির আহমদের পুত্র এরফান উদ্দিন (১৭), একই জেলার আলীকদমের সজেলা মং এর পুত্র থিংছং মং (২৩)। লোহাগাড়া উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছে কক্সবাজারের চকরিয়া উপজেরার উত্তর হারবাং এর আহমদ হোসেনের কন্যা রাশেদা বেগম (২৭), তার পিতা আহমদ হোসেন এবং পার্বত্য বান্দরবানের হলুদিয়া এলাকার কামাল উদ্দিনের কন্য তাফসিয়া (১৬)। চিকিৎসাধীন অন্য কারো নাম, ঠিকানা পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত গাড়ি ২টি দোহাজারী হাইওয়ে থানা পুলিশ হেফাজতে রয়েছে বলে জানা গেছে।