নিজস্ব প্রতিবেদক »
ওজনে কারচুপি, মূল্য তালিকা দৃশ্যমান না রাখা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের কারণে নগরীর বায়েজিদে অভিযান চালিয়ে ৩ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল মঙ্গলবার সকালে নগরীর বায়েজিদ এলাকার ২ নম্বর গেইটের কর্ণফুলী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানটি পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আক্তার, আনিসুর রহমান ও রানা দেব নাথ।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আক্তার বলেন, ‘অভিযোগের ভিত্তিতে আমরা বাজারটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলে বিভিন্ন দোকানে ওজনে কারচুপি, মূল্য তালিকা প্রকাশ না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার সত্যতা মিলে। এতে ওজনে কারচুপির অপরাধে মুনতাসীর পোল্ট্রি অ্যান্ড সেলস সেন্টারকে ২৫ হাজার টাকা, মূল্য তালিকা দৃশ্যমান না থাকায় মায়ের দোয়া এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা এবং বিক্রয়ের উদ্দেশ্যে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে মানিক স্টোরকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে ভোক্তা অধিদপ্তরের এ ধরণের অভিযান চলমান থাকবে।’