‘বাবরের বিশ্রাম নেওয়া উচিত’

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

ঘরের মাঠে বাংলাদেশের কাছে দুই টেস্টের সিরিজে হোয়াইওয়াশ হয়েছিল পাকিস্তান। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টেও বড় হার স্বাগতিকদের। ঘরের মাঠে পাকিস্তানের এমন বাজে পারফরম্যান্সের সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক ব্যাটার বাসিত আলী। দলের এমন অবস্থার দায় সবচেয়ে বেশি শান মাসুদ ও বাবর আজমের ওপর দিয়েছেন বাসিত। টেস্টে টানা ১৮ ইনিংসে ফিফটি না পাওয়া বাবরের কোনো ব্যাটিংই হচ্ছে না এবং তার বিশ্রাম নেওয়া উচিত বলে মনে করেন সাবেক এই ক্রিকেটার। নিজের ইউটিউব চ্যানেলে বাবরকে নিয়ে হতাশা প্রকাশ করেছেন বাসিত বলেন, ‘বাবর আজমের বিশ্রাম প্রয়োজন। বাবরেরই বলা উচিত আমার বিশ্রাম দরকার। অন্য কেউ এমন পারফর্ম করলে হয়তো তিন ম্যাচ পরই বাদ পড়ত সে। এটাই রূঢ় সত্য।’
‘যথেষ্ট হয়েছে। (বাবরের ব্যাটিং দেখে) পুরো বিশ্ব হাসছে। এভাবে কেউ কি খেলে?’-যোগ করেন সাবেক এই ক্রিকেটার। শান মাসুদের নেতৃত্বের নিয়ে বাসিত বলেছেন, ‘অধিনায়ক হিসেবে শান মাসুদ ব্যর্থ। আমি দেখে এসেছি যে শান মাসুদ একজন ওপেনার। তার ওপেন করা উচিত। কিন্তু সে তিন নম্বরে ব্যাটিং করে। এখন কী হবে? আপনি কাকে বাদ দেবেন? তার উচিত নিজের পজিশনে ব্যাটিং করা। সে তো অধিনায়কত্বও বোঝে না। এ দলটির কী হয়েছে? এটা দুঃখজনক।’