সংবাদাদাতা, বান্দরবান »
বান্দরবানে পুলিশের বিশেষ অভিযানে ২০ রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের একটি আবাসিক হোটেল থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা কক্সবাজার জেলার উখিয়া থ্যাংখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের শরণার্থী।
পুলিশ জানায়, ফজল নামে এক মাঝির মাধ্যমে কাজের উদ্দেশ্যে ২০ রোহিঙ্গা নাগরিক বান্দরবানে আসে। পরে রাত্রি যাপনের জন্য তাদেরকে শহরের হোটেল পর্বত নামে একটি আবাসিক হোটেলে রাখা হয়। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় হোটেল পর্বত এ অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এসময় হোটেল তল্লাশি চালিয়ে ক্যাম্প থেকে পালিয়ে আসা ২০ রোহিঙ্গা নাগরিককে আটক করে থানায় নিয়ে আসা হয়।
এ বিষয়ে বান্দরবান জেলার পুলিশ সুপার সৈকত শাহীন বলেন, পুলিশের বিশেষ অভিযানে শহরের একটি হোটেল থেকে ২০ রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।