সংবাদদাতা, বান্দরবান :
বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে বাচমং মারমা (৩৪) নামে এক জেএসএস কর্মী নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় জেলা সদরের রাজবিলা ইউনিয়নের জামছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম বাচমং মারমা (৩৪)। পেশায় তিনি একজন এলাকার পল্লী চিকিৎসক ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৬টার দিকে সশস্ত্র সন্ত্রাসীর একটি গ্রুপ জামছড়ি বাজার এলাকায় বাচমং মারমার ফার্মেসিতে ঢুকে তার মাথায় গুলি করে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে বাচমং মার্মা মারা যায়। এ ঘটনার পর জামছড়ি এলাকায় আতংক বিরাজ করছে। খবর পেয়ে ঘটনাস্থলটি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় জামছড়ি এলাকায় সন্ত্রাসীদের গুলিতে বাচমং নামে একজন নিহত হয়েছে। লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। তবে কে বা কারা এ হত্যাকা- ঘটিয়েছে তা জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।