বান্দরবানে অনুপ্রবেশের সময় ৫৮ রোহিঙ্গাসহ আটক ৬৩

সুপ্রভাত ডেস্ক »

মিয়ানমার থেকে বান্দরবানের আলীকদমে অনুপ্রবেশের সময় শিশুসহ ৫৮ রোহিঙ্গা ও বাংলাদেশি পাঁচ সহযোগীকে আটক করেছে বিজিবি।
গতকাল শনিবার ভোরে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বুচিরমুখ এলাকা থেকে তাদের আটক করা হয় বলে আলীকদম ৫৭ বিজিবির পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। খবর বিডিনিউজের।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫৭ বিজিবির একটি টহল দল ওই এলাকায় অভিযানে যায়। তখন বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১২ পুরুষ, ১০ নারী, ৩৭ শিশুসহ মিয়ানমারের ৫৮ রোহিঙ্গা নাগরিক ও অনুপ্রবেশে সহায়তাকারী পাঁচ বাংলাদেশিকে আটক করা হয়।
আটক বাংলাদেশিরা হলেন, উপজেলার দক্ষিণ নয়াপাড়া এলাকার মো. আরিফুল ইসলাম (২৫), জালাল উদ্দীন (২৭), বাজারপাড়া এলাকার মো. নজুরুল ইসলাম (৪০), চৈক্ষ্যং ইউপির আলী মেম্বারপাড়ার মো. আবু হুজাইফা (৩২) ও খুইল্যা চেয়ারম্যানপাড়া এলাকার মো. খোরশেদ আলম (৫৭)।
বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযানের সময় একটি ডাম্পার (মিনি ট্রাক), একটি প্রাইভেট কার ও একটি মোটরবাইকও জব্দ করা হয়।
এছাড়া আটক মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন।
আলীকদম থানার ওসি মির্জা জহির উদ্দীন বলেন, আটক পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।