সুপ্রভাত ডেস্ক »
বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ মার্চ থেকে চালু করেছে সরকার। এ হিসাবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হচ্ছে।মাসওয়ারি মূল্য সমন্বয়ের অংশ হিসেবে প্রথম দুই মাসে ধাপে ধাপে কমে আসার পর মে মাসে জ্বালানি তেলের দাম লিটারপ্রতি সর্বোচ্চ আড়াই টাকা করে বাড়িয়েছে সরকার; চার ধরনের তেলের দামই বাড়ানো হয়েছে।
মঙ্গলবার মে মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম প্রজ্ঞাপন আকারে প্রকাশ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, যা রাত ১২টা থেকে এই দাম কর্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের বিদ্যমান মূল্য লিটার ১০৬ টাকা থেকে এক টাকা বাড়িয়ে ১০৭ টাকা, পেট্রোলের বিদ্যমান দাম ১২২ টাকা থেকে আড়াই টাকা বাড়িয়ে ১২৪ টাকা ৫০ পয়সা এবং অকটেনের দাম ১২৬ টাকা থেকে আড়াই টাকা বাড়িয়ে ১২৮ টাকা ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সরকার গত মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে করে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করছে।
এরই ধারাবাহিকতায় ’প্রাইসিং ফর্মুলার’ আলোকে নতুন এ দাম ১ মে থেকে কার্যকর হবে।