নিজস্ব প্রতিবেদক »
স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম নির্বাচন কমিশন সচিবালয়ে চট্টগ্রাম-১০ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর মনোনয়ন বাতিল চেয়ে আপিল আবেদন করেছেন। এতে বাচ্চুর বিরুদ্ধে একটি হত্যা মামলা ও ব্যাংকে জমা টাকা হলফনামায় গোপন করার বিষয়ে অভিযোগ করা হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে মহিউদ্দন বাচ্চুর মনোনয়নের বিরুদ্ধে এ আপিল করা হয়।
আপিল আবেদনে উল্লেখ করা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু দাখিলকৃত হলফনামায় কলাম ৩ এর ক ও খ-তে ডবলমুরিং থানার এলাকার একটি হত্যা মামলার তথ্য গোপন এবং কলাম ৬ এর ৩ নাম্বারে ব্যাংকে জমা টাকার পরিমাণ গোপন করেছেন। বিষয়টি মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে দায়িত্বপ্রাপ্ত রির্টানিং কর্মকর্তাকে জানানো হলেও তিনি বিষয়টি আমলে না নিয়ে মনোনয়নপত্র গ্রহণ করেন। গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (২০২৩ পর্যন্ত সংশোধিত)- এর দ্বিতীয় অধ্যায় ১৭ ধারা অনুযায়ী অভিযুক্ত প্রার্থীর মনোনয়ন বাতিলের অনুরোধ করা হয়।
এ বিষয়ে আবেদনকারী স্বতন্ত্র প্রার্থী মো. মনজুর আলম বলেন, ‘ফৌজদারী মামলা থাকলেও প্রার্থীর দাখিলকৃত হলফনামায় বিষয়টি গোপন করা হয়। এছাড়া প্রার্থীর দাখিলকৃত হলফনামায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জমাকৃত অর্থের তথ্য গোপন করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কাছে মৌখিকভাবে এ অভিযোগ দিয়েছিলাম। কিন্তু তিনি তা আমলে নেননি। তাই আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছি। অভিযোগের সঙ্গে মনোনয়ন গ্রহণ সিদ্ধান্তের সত্যায়িত কপি, এসটি মামলার (নং ০৭/২০০৩) এজাহারের কপি, পেপার কাটিংয়ের কপি, প্রার্থী কর্তৃক দাখিলকৃত হলফনামার কপি এবং প্রার্থী কর্তৃক দাখিলকৃত আইটি ১০-বি এর কপি সংযুক্ত করেছি।’
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মহিউদ্দিন বাচ্চু তার বিরুদ্ধে আপিল আবেদনের বিষয়ে বলেন, ‘কী আবেদন হয়েছে তা আমার জানা নেই। তাই আমি তো কিছু বলতে পারছি না। আবেদনের বিষয়বস্তু কী তা আপনার জানা থাকলে, আমাকে জানাতে পারেন। তখন আমি বলার সুযোগ পাবো।’
এসময়ে তাকে হলফনামায় হত্যা মামলা ও ব্যাংক জমার তথ্য গোপনের বিষয় উল্লেখ করায় তিনি বলেন, ‘আমার জানা মতে তো আমার বিরুদ্ধে এমন কোনো মামলা নেই। যিনি জানেন, তিনি উল্লেখ করে দিক। আমি জানি না বলেই উল্লেখ করিনি।’