জেলা ও নগর সেক্টর কমান্ডারস ফোরামের সভা
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে চট্টগ্রাম জেলা ও নগর সেক্টর কমান্ডারস ফোরামের আলোচনাসভা গতকাল সকালে সংগঠনের জেলা সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার। আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় সদস্য জামাল উদ্দিন, মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, ফোরকান উদ্দিন আহমেদ, মো. সেলিম চৌধুরী, অ্যাডভোকেট সাইফুন্নাহার খুশী, নাজিম উদ্দিন, ডা. ফজলুল হক সিদ্দিকী, জাহাঙ্গীর আলম, আবসারুল হক, ডা. চন্দন দত্ত, মঈনুল আলমখান, রাজীব চন্দ, অ্যাডভোকেট সৈকত দাশগুপ্ত, দীপন দাশ, ভাস্কর দেব, শীলা চৌধুরী, মো. ফয়সাল, ইকবাল করিম, এস এম রাফি, আঁচল চক্রবর্তী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, অমর একুশের রক্তাক্ত পথ ধরেই বাঙালির জাতীয়তাবাদী চেতনা উন্মেষ ঘটে। বাঙালির সকল অর্জনের মূলেই একুশের চেতনা উৎস হিসেবে প্রেরণা জুগিয়েছে। বিজ্ঞপ্তি



















































