বাংলাদেশি কেউ দল পাননি

দ্যা হান্ড্রেড টুর্নামেন্ট

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এর কয়েকটি মৌসুম পার হয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো বাংলাদেশি ক্রিকেটার এই টুর্নামেন্টে খেলার সুযোগ পাননি।
যদিও আগের মৌসুমগুলোয় বেশ কয়েকজন ক্রিকেটার নাম নিবন্ধন করেছিলেন, কিন্তু তারা দল পাননি। সেই ধারাবাহিকতা বজায় থাকল এবারও। দল পাননি নাম নিবন্ধন করা ২৮ ক্রিকেটারের কেউই।বোলিং অ্যাকশনে নিষেধাজ্ঞা থাকলেও দ্যা হান্ড্রেডের ড্রাফটে সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটার ছিলেন সাকিব আল হাসান। তার ভিত্তিমূল্য ছিল ১ লাখ ২০ হাজার পাউন্ড। এরপর ৬৩ হাজার পাউন্ড ভিত্তিমূল্য ছিল লেগ স্পিনার রিশাদ হোসেনের।
তারা ছাড়াও নাম ছিল নাহিদ রানা, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, শেখ মেহেদী হাসান, তাওহীদ হৃদয়, লিটন দাসদের। এর বাইরে ভিত্তিমূল্য ছাড়াই নাম নিবন্ধন করেছিলেন ২০ ক্রিকেটার। তাদের মধ্যে ছিলেন শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন, জাকের আলী অনিক, এনামুল হক বিজয়, মেহেদী হাসান মিরাজসহ আরো অনেকে। গত ১২ মার্চ অনুষ্ঠিত হয়েছে ‘দ্যা হান্ড্রেড’ এর প্লেয়ার্স ড্রাফট। এরপর ধীরে ধীরে জানানো হয় সব দলের স্কোয়াড। সেখানে চড়ামূল্য পেয়েছেন ডেভিড ওয়ার্নার, মাইকেল ব্রেসওয়েল, রাচিন রবীন্দ্ররা।
তারা ছাড়াও এই টুর্র্নামেন্টে খেলবেন কেইন উইলিয়ামসন, মিচেল স্যান্টনার, ডেভিড মিলার, মার্কাস স্টয়নিসরা। পাকিস্তান থেকে ৪৫ ক্রিকেটার নাম নিবন্ধন করলেও দল পাননি কেউই।
নাম থাকলেও অবিক্রীত থেকেছেন নাসিম শাহ, শাদাব খান, ইমাদ ওয়াসিম, সাইম আইয়ুবরা। এ বছর পরিবর্তন এসেছে দ্যা হান্ড্রেডের দলগুলোর মালিকানায়। চারটি দলের মালিকানায় এসেছে আইপিএলের চার ফ্র্যাঞ্চাইজি। আগামী ৫ আগস্ট থেকে শুরু হবে দ্যা হান্ড্রেডের এবারের আসর।