সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
আর মাত্র ২ মাস। এরপরই শুরু হবে টি-২০ বিশ্বকাপের এবারের আসর। সংযুক্ত আরব আমিরাত ও ওমানে যৌথ ভাবে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশও চ্যাম্পিয়ন হতে পারে বলে মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার হার্শেল গিবস। বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে শুরু হয়েছে ফেবারিট দলের তকমা লাগানোর পালা। যেখানে বিভিন্ন ক্রিকেটার বিভিন্ন মাধ্যমে নিজের মতামত জানাচ্ছেন। তেমনই এক জায়গায় নিজের মতামত জানিয়েছেন গিবস।বর্তমানে কাশ্মির প্রিমিয়ার লিগে (কেপিএল) খেলতে পাকিস্তানে অবস্থান করছেন গিবস। সেখানেই ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন তিনি।
গিবসের মতে, আসন্ন টি-২০ বিশ্বকাপে হট ফেবারিট থাকবে এশিয়ার দুই দল ভারত ও পাকিস্তান। সেই সঙ্গে এশিয়ার বাইরের দল হিসেবে ইংল্যান্ডের নাম উল্লেখ করেন তিনি। এছাড়া এশিয়ার আরো দুই দেশ বাংলাদেশ ও শ্রীলংকারও সম্ভাবনা আছে বলে মনে করেন এই প্রোটিয়া ক্রিকেটার। ৪৭ বছর বয়সী গিবস এ বিষয়ে বলেন, আমি ফেবারিট হিসেবে ইংল্যান্ড, পাকিস্তান ও ভারতের কথা বলব। আপনি আসলে নিশ্চিতভাবে কিছু বলতে পারেন না। শ্রীলংকাও ভালো দল। এমনকি বাংলাদেশও যেকোনো কিছু করে ফেলতে পারে। এসময় মূল তিন দলের বর্তমান অবস্থা ব্যাখ্যা করতে গিয়ে গিবস বলেন, পাকিস্তানের আনপ্রেডিক্টেবিলিটি সবসময়ই বড় একটা প্রভাবক। ইংল্যান্ড আর ভারত শক্তিশালী দল। তবে উইকেটের ওপর অনেক কিছু নির্ভর করে। উইকেটে বল টার্ন করলে ওয়েস্ট ইন্ডিজ তেমন ভয়ানক হতে পারবে না।এই ব্যাটসম্যান আরো বলেন, বিরাট কোহলি (ভারত), বাবর আজম (পাকিস্তান), জস বাটলার (ইংল্যান্ড) অনেক ভালো ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজেও কয়েকজন আছে। তবে কোহলি, বাবর, স্টিভ স্মিথরা এমন ব্যাটসম্যান যারা সব ধরনের উইকেটেই ভালো খেলতে পারে। তাদের স্কিল অনেক বেশি। তাদের দলেরও তাই সম্ভাবনা বেশি। খবর ডেইলি বাংলাদেশ’র