সুপ্রভাত ডেস্ক »
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কার্যক্রম পরিচালনায় ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করেছে সরকার।
মঙ্গলবার (২৪ জুন) জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
এই কমিটি আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা মো. নঈম জাহাঙ্গীর। অন্য সদস্যরা হলেন মেজর (অব.) সৈয়দ মুনিবুর রহমান, সাদেক আহমেদ খান, বিশিষ্ট ক্রীড়া সংগঠক চট্টগ্রামের সৈয়দ আবুল বাশার, সিরাজুল হক, মো. মনসুর আলী সরকার, অনিল বরণ রায়, নুরুল ইসলাম, আব্দুল্লাহ হিল শাফী, জাহাঙ্গীর কবীর এবং প্রকৌশলী জাকারিয়া আহমেদ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০২২ (সংশোধিত অধ্যাদেশ ২০২৫)-এর ধারা ৬(ণ) এবং ধারা ১৪(৪) ও (৫)-এর ভিত্তিতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৯৮তম সভার অনুমোদন সাপেক্ষে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটি নিবন্ধিত সংগঠন মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্র, প্রযোজ্য আইন ও বিধিমালার আলোকে দায়িত্ব পালন করবে।
উল্লেখ্য, হেলাল মোর্শেদ খানের (বীর বিক্রম) নেতৃত্বাধীন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মেয়াদ শেষ হয় ২০১৭ সালের ৮ জুন। এরপর হাইকোর্টের নির্দেশে ২০১৭ সালের ১৯ জুলাই কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে প্রশাসক নিয়োগ করে সরকার। প্রশাসক নিয়োগের কার্যক্রমে নানা জটিলতা দেখা দেয় এবং দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধারা নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছিলেন।
পরে ২০২১ সালের ১৮ জুলাই মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান নির্বাচন কমিশনার করে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। সেই কমিশন ২০২৩ সালের ১৪ মার্চ নির্বাচনের তফসিল ঘোষণা করে এবং ভোটগ্রহণের দিন ধার্য করা হয় ১৩ মে। তবে পরে ভোট স্থগিত করা হয়।
 
				 
		
















































