নিজস্ব ক্রীড়া প্রতিবেদক »
ঢাকায় প্রথম দুই ওয়ানডে ম্যাচে জিতে সিরিজ জয় করেছে বাংলাদেশ। এবার শেষ ও তৃতীয় ওয়ানডে ও প্রথম টেস্ট খেলার জন্য বাংলাদেশ ও ভারতীয় দল গতকাল এক সাথে বিমানে ছড়ে চট্টগ্রাম এসে পৌঁছেছে। এবার ভারতকে হোয়াইটওয়াশের লক্ষ্যে আগামীকাল ১০ ডিসেম্বর স্থানীয় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডে খেলতে নামবে লিটনরা। দুপুর ১২টায় এ ম্যাচ শুরু হবে। এরপর আগামী ১৪ ডিসেম্বর একই ভেন্যুতে শুরু হবে দুই টেস্টের প্রথমটি।
দু’দলের খেলোয়াড়, কোচ ও অন্য অফিসিয়ালদের কড়া নিরাপত্তায় হোটেল রেডিসনে আনা হয়। বিশ্রামের পর আজ উভয় দল সকাল ও বিকেলে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনে ব্যস্ত সময় কাটাবে।
এদিকে আজ(৯ ডিসেম্বর) থেকে চট্টগ্রামের দুই জায়গায় টিকিট পাওয়া যাবে। সাগরিকা টিকিট কাউন্টার এবং এম এ আজিজ স্টেডিয়ামে টিকিট কাউন্টারে পাওয়া যাবে তৃতীয় ওয়ানডের টিকিট। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্তশেষ ওয়ানডের টিকিট বিক্রি করা হবে। কাল ম্যাচের দিনও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের কাউন্টারে টিকিট পাওয়া যাবে। টিকিটের সর্বনিম্ন মূল্য ২০০ টাকা।