বাংলাদেশ দলে ধারাবাহিকতার অভাব দেখছেন পোলক

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

মিরপুর টেস্টে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে এই নিয়ে টানা ৪ টেস্ট হেরেছে বাংলাদেশ। মাঝে পাকিস্তান সফরে অবশ্য এসেছে দুটি স্মরণীয় জয়। দেশের মাটিতে হোম কন্ডিশনের ফায়দা টেস্টে সবাইই নিতে চায়। তবে বাংলাদেশ ঘরের মাঠে টার্নিং উইকেট বানিয়েও ধারাবাহিকভাবে ম্যাচ জিততে পারছে না। তরুণ, অনভিজ্ঞ দক্ষিণ আফ্রিকা দলের কাছে এবার ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। মিরপুরের স্লো উইকেটের ফায়দা লুটেছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। ঘরের মাঠে বাংলাদেশের টেস্ট দলের অধারাবাহিকতা চোখে লেগেছে দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি শন পোলকের। এখানে বাংলাদেশকে আরও উন্নতি করার তাগাদা দিয়েছেন পোলক। সাথে টাইগারদের মাঝে অনেক সামর্থ্যের কথাও জানিয়েছেন তিনি। চলমান বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজে ধারাভাষ্যকারের ভূমিকায় থাকা পোলক মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের। সেখানেই টাইগার ক্রিকেট নিয়ে ব্যাপক আলোচনা করেছেন শন পোলক। পোলক বলেন, ‘সত্যি কথা বলতে গেলে, বাংলাদেশের ক্ষেত্রে ব্যাটিংয়ের কথা বললে, প্রথম ইনিংসে সাদমান যেভাবে আউট হল, প্রথম উইকেটটা বেশ জরুরি ব্যাপার ছিল। মুমিনুল রাবাদার বিরুদ্ধে সংগ্রাম করল। আমি জানি না তাদের দলের পরিবেশ কেমন, তবে যখন আপনি মাঠে খেলতে নামছেন তখন আপনাকে দায়িত্ব নিতে হবে। হ্যাঁ আমি আমার সেরা শটটা খেলতে পারিনি, তবে চেষ্টা করব যেন পরে আবারও এই ভুলটা না করি – এরকম চিন্তাভাবনা দরকার তাদের। আমি সবসময় বাংলাদেশের মাঝে অনেক সামর্থ্য দেখেছি। টেস্টে বর্তমানে লোকে অনেক বেশি ধারাবাহিকতা দেখতে চায়। দারুণ কিছু পারফরম্যান্স রয়েছে তাদের। নিউজিল্যান্ডে তারা ম্যাচ জিতেছে, পাকিস্তানে গিয়ে তারা ম্যাচ জিতেছে। তবে একটি বিষয় তাদের মাঝে নেই, তা হল ধারাবাহিকতা। বিশেষ করে হোম কন্ডিশনে আপনাকে আরও ধারাবাহিক হতে হবে।’
টাইগারদের উইকেট পড়তে পারা না পারার ব্যাপারে পোলক বলেন, ‘আসলে আমি অনেক টেস্ট ম্যাচ খেলেছি দক্ষিণ আফ্রিকাতে। সেখানে খেলা অন্যভাবে এগিয়েছে। তবে এই পিচ দেখে আসলে মনে হয়নি যে এখানে আগে ব্যাট করা যাবে না। সাথে মনে রাখতে হবে এইডেন মারক্রামও আগে ব্যাট করতে চেয়েছেন। ফলে আমি এটাকে এভাবে দেখতে চাইনি। উইকেট থেকে হয়ত আরও ভালো কিছু প্রত্যাশা করা হয়েছিল। নতুন বল বাউন্স, টার্ন করেছে অনেক। উইকেট দিয়ে অত বেশি জাজ করতে চাই না আমি। এটা ভালো লক্ষ্মণ নয়। কারণ আপনি সবসময় উইকেটের উপর নির্ভর করতে পারেন না। হ্যাঁ এখানে আপনি বেশি ম্যাচ খেলেন, দেখতে পারেন। তবে এটির কারণেই সমস্যা এমনটা আমি ভাবতে নারাজ।’
বাংলাদেশের একাদশের ব্যাপারে পোলকের ভাষ্য, ‘আসলে ভেবেছিলাম তারা হয়ত দুই পেসার খেলাবে। তবে তাদের দুজন অফ স্পিনার দারুণ করেছে। তাইজুল ভালো করেছে অনেক। দুর্দান্ত বল করেছে। দারুণ কার্যকরী ছিল সে। হয়ত তারা বাড়তি একজন পেসার খেলাতে পারত। এক পেসার খেলানোটা আসলে বেশ ঝুঁকির ব্যাপার। আমি হয়তবা দুইজন পেসার খেলাতাম।’
এছাড়া নিজ দেশ দক্ষিণ আফ্রিকার পারফরম্যান্স নিয়ে পোলক জানান, ‘আমার মনে হয় না তারা অনেক বেশি ভালো খেলেছে। অনেক কিছুর অবদান রয়েছে এখানে। প্রথম দিনের উইকেট তাদের সাহায্য করেছে, তাদের স্পিনার পেসার সবাইকেই সাহায্য করেছে। ফলে তারা সেই ফায়দাটা নিয়ে ১০৬ রানে বাংলাদেশকে অলআউট করে দিয়েছে। পরে দক্ষিণ আফ্রিকা আবার লিড নিয়েছে।’ সূত্র-বিডিক্রিকটাইম