সুপ্রভাত ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের পর এবারই প্রথম ব্রাজিলের জার্সিতে মাঠে নামলেন নেইমার। এরমধ্যে আবার দীর্ঘসময় ছিলেন ইনজুরিতে। এ সময়ের মধ্যে পিএসজি ছেড়ে যোগ দিয়েছেন সৌদি ক্লাব আল হিলালে। যদিও সৌদি ক্লাবের হয়ে এখনও অভিষেক হয়নি ব্রাজিল তারকার। কিন্তু ইউরোপিয়ান ফুটবল ছেড়ে দিলেও যে তার পায়ের ধার মোটেও কমেনি, তা আরও একবার দেখিয়ে দিলেন তিনি। বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচ খেলতে নামলো ব্রাজিল। প্রতিপক্ষ বলিভিয়া। ঘরের মাঠে বলিভিয়ানদের পেয়ে রীতিমত গোল উৎসবে মেতেছিলো ব্রাজিল। জোড়া গোল করলেন নেইমার। এর মধ্যে একটি ছিল চোখ ধাঁধানো। প্রায় মাঝ মাঠ থেকে একক প্রচেষ্টায় বেশ কয়েকজনকে কাটিয়ে গোল করলেন তিনি। বলিভিয়াকে ৫-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ বাছাই শুরু করলো সেলেসাওরা। দুর্ভাগ্য নেইমারের, হ্যাটট্রিক হলো না তার। প্রথমার্ধেই পেনাল্টি মিস করেছিলেন তিনি। কিন্তু এই পেনাল্টি মিস করাটাই যেন তাতিয়ে দিয়েছিলো তাকে। নেইমারের সঙ্গে জোড়া গোল করলেন রিয়াল মাদ্রিদের ফুটবলার রদ্রিগোও। বাকি গোলটি এসেছে বার্সা তারকা রাফিনহার কাছ থেকে। বলিভিয়ার হয়ে একটি গোল করেন ভিক্টর আবরেগো। খবর জাগোনিউজ’র