বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ

লামায় ত্রাণ বিতরণকালে বীর বাহাদুর

নিজস্ব প্রতিনিধি, লামা »

লামা উপজেলায় কোভিড-১৯ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনসাধারণের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর প্রদত্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠান উপলক্ষ্যে লামা কেন্দ্রীয় পৌর বাস স্টেশনে এক জনসভার আয়োজন করেন লামা পৌরসভা। উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র- মো: জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বন্যা দুর্গতদের মাঝে নগদ টাকা, চাল ও ঢেউটিন বিতরণ করেন।
এসময় বিতরণ অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি,পুলিশ সুপার জেরিন আখতার, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, লামা উপজেলা চেয়ারম্যান মো.মোস্তফা জামাল, বান্দরবান জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ সদস্য শেখ মাহবুবুর রহমান, জেলা পরিষদ সদস্য লক্ষিপদ দাশ, ফাতেমা পারুল, লামা উপজেলা নির্বাহী অফিসার রেজা রশিদ, এএস পি লামা সার্কেল রেজওয়ানুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, লামা উপজেলা ও পেীর আওয়ামী লীগের নের্তৃবৃন্দ, পৌরসভার কাউন্সিলবৃন্দসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ত্রান বিতণেকালে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর বলেন, বাংলাদেশ মানে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হত না।