নিজস্ব প্রতিবেদক »
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে আবারও দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে টানেলের ভেতর একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পাশের দেয়ালে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। এতে টানেলের কিছু ডেকোরেশন ক্ষতিগ্রস্ত হয়।
এর আগে, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে টানেলের আনোয়ারা প্রান্তের মুহাম্মদপুর এলাকায় দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় সিকিউরিটি পোস্ট ভেঙে সাতজন আহত হন। এ নিয়ে গত আড়াই মাসে টানেলের ভেতরে-বাইরে পাঁচটি দুর্ঘটনা ঘটেছে।
টানেল কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সকালে আনোয়ারা প্রান্ত থেকে পতেঙ্গা প্রান্তে যাচ্ছিল মুরগিবাহী একটি পিকআপ। গাড়িটি টানেল অতিক্রমের সময় চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে টানেলের টিউবে ধাক্কা দেয়। এতে ডেকোরেশন বোর্ড ভেঙে যায় এবং অগ্নিনির্বাপণ সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর সিসিটিভি ক্যামেরায় দেখার পর গাড়িটি সরিয়ে নেওয়া হয়।
বঙ্গবন্ধু টানেল প্রকল্পের টোল ব্যবস্থাপক বেলায়েত হোসেন বলেন, টানেলে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারায়। তবে এতে বড় ধরনের ক্ষতি হয়নি।
এ মুহূর্তের সংবাদ