সুপ্রভাত ডেস্ক »
ফ্যাসিস্ট বিচারপতিদের অপসারণের দাবিতে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আজ সোমবার (২১ এপ্রিল) সকালে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করে বিএনপিপন্থী আইনজীবী সংগঠনটি।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল অনতিবিলম্বে ফ্যাসিস্টের দোসর, দলীয় এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করা বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহবান জানান। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে ‘গণতন্ত্র হত্যাকারী’ উল্লেখ করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আহবান জানান তিনি।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদীন দ্রুত নির্বাচনী রোডম্যাপের দাবি জানিয়ে বলেন, শুধু আশ্বাসে দেশের মানুষের কণ্ঠরোধ করা যাবে না। গণতন্ত্র বাস্তবায়িত হওয়ার আগ পর্যন্ত বিএনপি মাঠে থাকবে।
দেশে যতো ফ্যাসিস্ট এখনও বহাল তবিয়তে আছে, তাদের খুঁজে বের করে বিচার নিশ্চিতেরও দাবি জানান তিনি।