সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল দেশের ফুটবল। নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে চলতি মাসেই আবারো মাঠে নেমেছে জামাল ভুঁইয়ারা। দুই ম্যাচের সিরিজটি ১-০ ব্যবধানে জিতেছে লাল সবুজের প্রতিনিধিরা। ফলও পেয়েছে হাতেনাতে। ফিফা র্যাংকিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ।
বিষয়টি এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা)। সেখানে বলা হয়েছে, ২০২০ সালের ২৬ নভেম্বর ফিফা প্রকাশিত সর্বশেষ র্যাংকিং অনুযায়ী বাংলাদেশ জাতীয় ফুটবল দল তিন ধাপ এগিয়েছে।
আপডেটেড র্যাংকিং অনুযায়ী বাংলাদেশের বর্তমান অবস্থান ১৮৪তম। এর আগে জামাল ভূঁইয়াদের অবস্থান ছিল ১৮৭।
কাতার বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে বর্তমানে সেই দেশে অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। ডিসেম্বরের প্রথম সপ্তাহে তাদের বিপক্ষে মাঠে নামবে জেমি দের শিষ্যরা। এর আগে নেপালের বিপক্ষে দুই ম্যাচের প্রথমটিতে ২-০ গোলে জিতেছিল বাংলাদেশ। পরেরটি গোল শূন্য ড্র হয়। খবর : ডেইলিবাংলাদেশ’র।
খেলা