নিজস্ব প্রতিনিধি, ফটিকছড়ি :
ফটিকছড়ির আলোচিত খিরামে ইউপি সদস্য আব্দুল জব্বার হত্যার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেনকে( ৩০) গ্রেফতার করেছে পুলিশ। ২৬ মে সকালে চট্টগ্রাম নগরীর মুহাম্মদপুর বাসা থেকে গ্রেফতার করা হয় চেয়ারম্যান সোহরাব ।
সোমবার উপজেলার খিরাম ইউপি সদস্য আব্দুল জব্বারকে ঘরের পিছনে বিলে ডেকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।
নিহত জব্বারের পরিবার ইউপি চেয়ারম্যান সোহরাবের নেতৃত্বে জব্বারকে হত্যা করে বলে দাবি করেন। এ ঘটনায় নিহত জব্বারের ভাই জাবেদ বাদি হয়ে চেয়ারম্যান সোহরাবকে প্রধান আসামি করে মোট ২৪ জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট ও অজ্ঞাতনামা ৩২ জনকে আসামি করে ফটিকছড়ি থানায় হত্যা মামলা দায়ের করেন।
এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত আসামিদের গ্রেফতারে অভিযানে প্রধান আসামি চেয়ারম্যান সোহরাব হোসেনকে চট্টগ্রাম মুহাম্মদপুর বাসা থেকে গ্রেফতার করে পুলিশ ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আক্তার বলেন, ইউপি সদস্য জব্বার হত্যার প্রধান আসামি সোহরাবকে নগরীর একটি বাসা থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। বাকী আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত