নিজস্ব প্রতিবেদক »
চিনির গুদামে অগ্নিকাণ্ডের ঘটনাকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীরা সাময়িক সুবিধা নিতে পারে বলে মন্তব্য করেছেন এস আলম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম মাসুদ। তিনি জানালেন, আগুনটা নিভে গেলে প্রোডাকশনে যেতে লাগবে দুদিন।
মঙ্গলবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ইছানগরে অবস্থিত অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘কিছু ব্যবসায়ী আছেন যারা, এ ধরনের পরিস্থিতিকে পুঁজি করতে চান। তবে আমাদের কাছে ইতিমধ্যেই সরবরাহ করার জন্য চিনির পর্যাপ্ত মজুদ রয়েছে। কিছুদিনের মধ্যে এগুলো ঠিক হয়ে যাবে। যদি মজুদের সমস্যা হতো, তাহলে আমি পাশের দেশ থেকে চিনি নিয়ে আসতাম, ইম্পোর্ট করতাম। এ রকম কোনো সমস্যা হয় কিনা আমি তা দেখে গেলাম।’
তিনি বলেন, ‘কিছু অসাধু ব্যবসায়ী দু’একদিনের জন্য কারসাজি করতে পারে। তবে এগুলো ঠিক হয়ে যাবে। দুই একদিন পর থেকে আমাদের ডেলিভারি শুরু হবে। প্রোডাকশন চালু করবো এবং বানানো মাল আছে। তা দিয়ে এক সপ্তাহ মিনিমাম চলবে। আগুনটা নিভে গেলে প্রোডাকশনে যেতে লাগবে দুদিন। আর সমস্যা হবে না।’