প্রিমিয়ার ইউনিভার্সিটির কেন্দ্রীয় বিতর্ক সংগঠন পিইউডিএসের বিতার্কিক ও মডারেটরবৃন্দ ১১ অক্টোবর বেলা ২টায় সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেনের সঙ্গে।
প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়ের ক্যাম্পাসে তাঁরা এই সৌজন্য সাক্ষাৎ করেন। প্রিমিয়ার ইউনিভার্সিটি বিতর্ক দল ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি কর্তৃক আয়োজিত বিশ্ব পর্যটন দিবস বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশের স্বনামধন্য সকল বিশ্ববিদ্যালয়, বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সুফিয়া হলে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায়ও প্রিমিয়ার ইউনিভার্সিটি বিতর্ক দল চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন দলের বিতার্কিকদের নিয়ে উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন বিশ্ববিদ্যালয় বিতার্কিকরা।
এ সময় উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন বলেন, বিতর্ক শিক্ষার্থীদের মননশীলতা বৃদ্ধি করে ও যুক্তিবাদী হতে সাহায্য করে। বিতর্ক করার জন্য শিক্ষার্থীদের যে-পরিমাণ লেখাপড়া করতে হয় তার মাধ্যমে তারা তাদের কর্মজীবনে অনেক বেশি এগিয়ে যাবে বলে আমি আশা করি।
তিনি বিশ্ববিদ্যালয় বিতর্ক দল বিভিন্ন প্রতিযোগিতায় গৌরবান্বিত সাফল্য অর্জন করায় সাধুবাদ জানান এবং আশা করেন ভবিষ্যতে এই বিতর্ক দল আরও ভালো ফলাফল করবে বিতর্কে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির চিফ মডারেটর জুলিয়া পারভীন, মডারেটর সঞ্জয় বিশ্বাস, মডারেটর হিল্লোল সাহা, মডারেটর সাইফুদ্দিন মুন্না, পিইউডিএসর সভাপতি ফজলে রাব্বি, সাধারণ সম্পাদক মেহেদী রহমান নিকাশ ও অন্যান্য বিতার্কিকরা। বিজ্ঞপ্তি