প্রসূন-ফারহানের বিয়ে হলো মসজিদ ও বাসায়

সুপ্রভাত ডেস্ক »

অবশেষে বিয়ে হলো মডেল-অভিনেত্রী প্রসূন আজাদের। করোনার কারণে বাসা ও মসজিদ দুই জায়গায় আলাদা আয়োজনে এটি সম্পন্ন হয়। পাত্র প্রসূনের দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক ফারহান। পেশায় ব্যবসায়ী ও ফার্ম হাউজের মালিক।

গতকাল (৩০ জুলাই) মালিবাগের বাসায় প্রসূন অবস্থান করেন আর টিকাটুলি মসজিদে ফারহান। দুজনের সম্মতি ও স্বাক্ষর নেওয়া হয় দুই জায়গা থেকে। এভাবেই হয় বিয়ের আনুষ্ঠানিকতা।

প্রসূন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইচ্ছে ছিল মসজিদে গিয়ে বিয়েটা সম্পন্ন করার। কিন্তু করোনার কারণে পরিবারের সদস্যরা কোনও লোকসমাগম করতে চাননি। বাবা ও কাজী আমার অংশটি শেষ করে মসজিদে যান। সেখানেই ফারহান রেজিস্ট্রিতে স্বাক্ষর করে। এরপর একটি প্রাইভেট কারে করে আমাকে নিয়ে যায় ফারহানের বাসায়।’

এর আগে, কোরবানির ঈদের পরের শুক্রবার (২৩ জুলাই) বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল প্রসূন আজাদের। এ কারণে বাসায় সাত দিন ধরে পড়ে ছিল গায়েহলুদ-মেহদির মঞ্চ। কিন্তু লকডাউনের কারণে আটকে যায় বিয়ের আয়োজন।

গেল বৃহস্পতিবার এ বিষয়ে প্রসূন ব‌লেন, ‘আমরা চাইছি, মসজিদে গিয়ে বিয়েটা করতে। গত এক সপ্তাহ ধরে প্রতিদিন টেনশন আর প্রস্তুতি নিয়ে আছি। আর কুলচ্ছে না। দেখি কালকে (৩০ জুলাই) দুপুরের মধ্যে যদি অনুমতি পাই, তাহলে ভালো নইলে বাবাকে নিয়ে রিকশায় উঠবো। টিকাটুলি মসজিদে গিয়ে ফারহানকে ডেকে নেব। দুজনে নামাজ পড়ে আত্মীয়-স্বজন ছাড়াই বিয়ে করে ফেলতে পারি।’

গত ১২ জুন প্রসূনের বাগদান হয়। এরপর থেকেই তারা বিয়ের কেনাকাটা ও প্রস্তুতি নেওয়া শুরু করেন। ঠিক করা হয়, কোরবানির ঈদের পরই বিয়ে হবে। তবে সেদিন থেকেই সরকার কঠোর লকডাউনের ঘোষণা দেন।