দেশের তিন বিমানবন্দরে জরুরি ভিত্তিতে করোনা সংক্রমণ শনাক্তকরণের পিসিআর টেস্ট নিশ্চিত করার নির্দেশ প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর প্রতি মহানুভবতা বলে উল্লেখ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাতে গিয়ে এ মন্তব্য করেন।
এ সময় তিনি বলেন, সারা বিশ্ব যখন করোনায় আক্রান্ত সেই সময়ে ছুটিতে আসা প্রবাসীরা যথাসময়ে তাদের কর্মস্থলে ফিরে যেতে পারছে না শুধুমাত্র বিমানবন্দরসমূহে পিসিআর টেস্টের ব্যবস্থা না থাকার কারণে। ফলে অনিশ্চয়তায় পড়েছেন রেমিট্যান্স যোদ্ধা খ্যাত কয়েক হাজার সংযুক্ত আরব আমিরাত প্রবাসী। সঠিক সময়ে কাজে যোগদান করতে না পারলে অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে কাজও হারাতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন প্রবাসীরা। ফলে নতুন করে কাজে যোগদান করতে তাদেরকে অনেক ঝামেলা পোহাতে হতে পারে। করোনাকালে যখন সারা বিশ্বের অর্থনীতি স্থবির হয়ে পড়ার অবস্থা সেই সময়েও আমাদের প্রবাসীরা হাড় ভাঙ্গা পরিশ্রম করে কষ্টার্জিত অর্থ দেশে পাঠিয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। বিজ্ঞপ্তি