প্রধানমন্ত্রীর সহায়তা তহবিলে ২ কোটি টাকা দিল পিএইচপি

প্রধানমন্ত্রীর ’বেসরকারি অর্থে গৃহনির্মাণ ও করোনা সহয়তা তহবিলে’ অনুদানের চেক হস্তান্তর করছেন বিশিষ্ট শিল্পপতি ও পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। সাথে আমির হোসেন সোহেল ও মোহাম্মদ জহিরুল ইসলাম রিংকু।

 

বিশিষ্ট শিল্পপতি ও দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান প্রধানমন্ত্রীর সহায়তা তহবিলে ২ কোটি টাকা অনুদান দিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাধীন ’বেসরকারি অর্থে গৃহনির্মাণ ও করোনা সহায়তা তহবিলে’ পিএইচপি চেয়ারম্যান এ সহায়তা প্রদান করেন। এর আগেও গতবছর করোনাকালে ২ কোটি টাকা অনুদান দিয়েছিল পিএইচপি ফ্যামিলি।
বৃহস্পতিবার (১০ জুন) গণভবনে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে মুখ্যসচিব আহমেদ কায়কাউসের হাতে ২ কোটি টাকার চেক তুলে দেন তিনি। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন পিএইচপি গ্ল্যাস অ্যান্ড অ্যালুমিনিয়ামের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমির হোসেন সোহেল ও পিএইচপির পিএইচপি শিপব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম রিংকু। বিজ্ঞপ্তি