সমাজসেবক ফরিদ মাহমুদ বলেছেন, করোনা মহামারিতে আমাদের জীবন জীবিকার অনেক ক্ষতি হয়েছে। আমরা অনেককে হারিয়েছি। আর্থিকভাবে বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছি। বিপদের দিনে মানুষ চেনা যায়। প্রধানমন্ত্রী জাতিকে আগলে রেখে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনা মোকাবিলা করে জাতি ঘুরে দাঁড়িয়েছে।
শারদীয়া দুর্গোৎসবে কয়েকটি ওয়ার্ডের বিভিন্ন মন্ডপ পরিদর্শনকালে তিনি উপরের কথাগুলো বলেন।
এসময় বক্তব্য রাখেন বায়েজিদ জোনের সহকারী পুলিশ কমিশনার মো. শাহ আলম,
ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ বেলাল, কাউন্সিলার আনজুমান আরা বেগম আনজুম,খুলশী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমান, নগর যুবলীগ সদস্য শেখ নাছির আহম্মেদ, দেলোয়ার হোসেন দেলু,আশরাফুল গনি, জাফর আহমেদ রাহাত,মনির হোসেন টিটু, নাজমুল হাসান রুমি, সভাপতি স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক অনিল ঘোষ, ননী দাস,স্বপন সিংহ, বিশ্বজিত বিষু, তপন সিংহ, প্রবীর দাস, দেবাশিষ দেবু, পুজন লোধ,সুমন দাশ, প্রদীপ সেন ইয়াসিন ভুইয়া, সালামত উল্লাহ মানিক, মোবারক উল্লাহ রিগ্যাল, সালাউদ্দিন লাভলু মো. কাউসার, অজিত মল্লিক, প্রকাশ দাশ, শান্ত দাশ, সাধারণ সম্পাদক মানিক দাশ, রাজীব শীল, খোকন দাশ, ক্রিশান দাশ প্রমুখ। বিজ্ঞপ্তি
মহানগর