প্রধানমন্ত্রী দেশবাসীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করছেন

সরাই পাড়া ওয়ার্ড বস্ত্র বিতরণ অনুষ্ঠানে মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী বলেছেন,ঈদুল ফিতরকে সামনে রেখে প্রধানমন্ত্রী বাসস্থানহীন জনগণের জন্যে ঘর উপহার দিচ্ছেন। আনোয়ারা উপজেলা,বাহ্মণবাড়িয়া,বরিশাল জেলাসহ দেশের অন্যান্য জেলায় ৩২ হাজার বাড়ি নির্মাণ করে দিচ্ছেন। এছাড়া টিসিবির রেশন কার্ডের মাধ্যমে জনগণের মাঝে ভর্তূকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রির ফলে পবিত্র রমজান মাসে জিনিসপত্রের দাম মানুষের নাগালের মধ্যে আছে। ঈদের সময় যাদের আর্থিক সংকট হতে পরে তাদের নগদ ও বিকাশ একাউন্টে টাকা পাঠিয়ে প্রধানমন্ত্রী সরাসরি জনগণের সাথে যোগাযোগ রক্ষা করছেন।

উপরের কথাগুলো ১২ নং সরাই পাড়া ওয়ার্ডে প্রধানমন্ত্রীর আহবানে ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরের কথাগুলো বলেছেন।

জনক-জননী ওয়েলফেয়ার ফাউন্ডেশন চট্টগ্রামের উদ্যোগে ১২ নং সরাই পাড়া ওয়ার্ডের পাহাড়তলী নুর কনভেনশন সেন্টার সংগঠনের প্রধান নির্বাহী ফরিদ মাহমুদের সভাপতিত্বে এ সভায় পরিচালনা করেন ওয়ার্ড আওয়ামী লীগ যুগ্ম আহবায়ক এবিএম লুৎফুল হক খুশী। আরও বক্তব্য রাখেন ওয়ার্ড কাউন্সিলর,ওয়ার্ড আওয়ামী লীগ আহবায়ক নুরুল আমিন,থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আসলাম হোসেন, আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক, সাবেক কাউন্সিলর ছাবের আহমেদ সওদাগর, লায়ন এম শওকত আলী,থানা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক ডা. নুরুল ইসলাম, পাহাড়তলী বনিক সমিতির সেক্রেটারি এসএম নিজাম উদ্দীন, মহানগর যুবলীগ সদস্য নেছার আহমেদ, শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, মোহাম্মদ মুজিবুর রহমান, হোসেন সরওয়ার্দী, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আলী হোসেন, মোহাম্মদ জাবেদ, শেখ রাজিব আহমেদ,ডা. মোহাম্মদ ইকবাল,শাহেদুল আলম রাশেদ, বাবুল,দাশ বাবলু,দেলোয়ার হোসেন সুমন,আনিছুর রহমান মামুন, মোহাম্মদ আজাদ,ইমরান আলী রাজু, ইয়াছিন ভুঁইয়্যা, মহিলা শ্রামক লীগ নেত্রী রুমা মোস্তফা,ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি এম এ হান্নান ফয়সাল, সাধারণ সম্পাদক ঈমাম হোসেন ইমন প্রমুখ।

আলোচনা সভার শেষে তিনি নারী পুরুষের হাতে শাড়ি-লুঙ্গী তুলে দেন। শেষে ভেলুয়াারদিঘি জামে মসজিদ খতিব আলহাজ মওলানা মোক্তার আহমেদ দেশ-জাতির সমৃদ্ধি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যে বিশেষ দোয়া পরিচালনা করেন। বিজ্ঞপ্তি