রোটারি চট্টগ্রাম ক্লাবের কনফারেন্স হলে ‘রোটারি ক্লাব অব চিটাগাং সিটি’ ও ‘চট্টগ্রাম এওটিএস এলুমনি সোসাইটি’ চট্টগ্রামেরই প্রত্যন্ত অঞ্চলে কাজ করা আর একটি মানবিক সংগঠন’ শহীদ দীপক সংঘ এর সহায়তায় শনিবার সন্ধ্যা ৭টায় ফটিকছড়ির বেশ কয়েকটি গ্রামে বর্তমান কোভিড-১৯ উপযোগী কিছু সুরক্ষা সামগ্রীসহ সেলাই মেশিন অনুদান হিসাবে প্রদান করে।
ক্লাব সভাপতি মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চার্টার প্রেসিডেন্ট অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত, পিপি ও ডেপুটি গর্ভনর কামরুল মোর্শেদ তমাল, প্রেসিডেন্ট ইলেক্টরো. মোহাম্মদ হোসেন, সেক্রেটারি মো. শরিফুর রহমান, জয়েন্ট সেক্রেটারি মৃনাল কান্তি দত্ত, ট্রেজারার শহিদুল ইসলাম, আনোয়ারুল কবির চৌধুী, কামরুন নাহার দেবাশীষ বড়ুয়া। এওটিএস এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন অর্জুন কুমার দাস, মোহাম্মদ রাহিম উদ্দিন, মোহাম্মদ হেলাল উদ্দিন, মো. জামশেদ আলম, এম এ কাসেম এফসিএ ও চৌধুরী আলজাবের। শহীদ দীপক সঙ্ঘের পক্ষ থেকে অনুদান গ্রহণ করেন প্রবাল বড়ুয়া, সুকুমার বড়ুয়া, সঞ্জয় বড়ুয়া ও সুযেশ বড়ুয়া। বিজ্ঞপ্তি
মহানগর