সুপ্রভাত ডেস্ক :
হ্যাকারদের জালিয়াতি দিন দিন বেড়েই চলেছে। বাদ পড়ছেন না সাধারণ মানুষ থেকে তারকারা। এবার হ্যাকারদের প্রতারণার শিকার কলকাতার অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়। চুপিসারে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেয়া হলো প্রায় দেড় লাখ টাকা।
অনলাইন গেম স্টেশনের জন্য গত ফেব্রুয়ারি মাসে ছেলে মিশুককে নিজের ক্রেডিট কার্ড থেকে দুই দফায় ছয় হাজার এবং দুই হাজার টাকা দেন অর্পিতা। এরপর থেকেই বিভিন্ন সময়ে সেই প্লে স্টেশনের নামে অর্পিতার কার্ড থেকে টাকা কেটে নেয়া হচ্ছিল। সেই টাকার পরিমাণ খুব একটা বেশি না হওয়ায় বিষয়টা খুব একটা নজরে পড়েনি তার।
অর্পিতা বলেন, সেটাই আমার বড় ভুল ছিল। এর পরেই এক মাসের মধ্যে পর পর ১২ টা ট্রান্সজাকশনে আমার প্রায় দেড় লক্ষ টাকা কেটে নেয়া হয়। এর পরেই সাইবার ক্রাইমে অভিযোগ করি এবং ব্যাংকে কথা বলি। অনেক কাঠখড় পোড়ানোর পর সেই টাকা ফেরত পেয়েছি।
মানুষকে সতর্ক করার জন্য গোটা বিষয়টি ইতিমধ্যেই টুইটারে জানিয়েছেন অর্পিতা। টাকা ফেরত পেয়েছেন ঠিকই, কিন্তু দুশ্চিন্তা যেন কিছুতেই পিছু ছাড়ছে না বলেও জানান এই অভিনেত্রী।
খবর : ডেইলিবাংলাদেশ’র।