‘ বিশ্ব শিক্ষক দিবস ’ উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট ও বাকলিয়া ক্লাবের যৌথ উদ্যোগে লায়ন্স ক্লাব ফাউন্ডেশনে ‘ হালিমা রোকেয়া হলে’ গুণী শিক্ষক সম্মাননা ও লায়ন ডিস্ট্রিক্ট গভর্নরস টিমের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট এর প্রেসিডেন্ট অধ্যাপক ববি বড়ুয়ার সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি লায়ন ধনঞ্জয় বড়ুয়া রুবেলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লায়ন জেলা ৩১৫ বি ৪ এর ২য় জেলা গভর্নর লায়ন শামসুদ্দিন আহাম্মেদ সিদ্দিকী এমজেএফ।
সংবর্ধিত শিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর বিকিরণ প্রসাদ বড়–য়া, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব অধ্যাপক সনজীব বড়ুয়া, সাহিত্যিক অধ্যক্ষ তাহেরীন সবুর ডালিয়া ও সিনিয়র শিক্ষক অজিত কুমার আইচ।
অতিথি ছিলেন লায়ন কেবিনেট সেক্রেটারি ট্রেজারার এস এম আশরাফুল আলম আরজু, এল, সি, আই, এফ কোডিনেটর প্রফেসর লায়ন মুনির আহমেদ চৌধুরী এম,জে,এফ, ক্লাব অ্যাডভাইজর লায়ন আদর্শ কুমার বড়ুয়া পিএমজেএফ।
এতে স্বাগত বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব চিটাগাং বাকলিয়ার প্রেসিডেন্ট লায়ন সেলিম উদ্দিন শিকদার এমজেএফ।
আরো বক্তব্য রাখেন বাকলিয়া লায়ন্স ক্লাব সেক্রেটারি লায়ন কামরুল হাসান, রিজিয়ন চেয়ারপারসন লায়ন ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, লায়ন হুমায়ুন কবির, লায়ন ডাক্তার নওশাদ আহমেদ খান, জোন চেয়ারপারসন লায়ন মাহবুব রানা, একে এম সালাউদ্দিন এমজেএফ, গিয়াস উদ্দিন, নিপু বড়ুয়া, ডাক্তার প্রণব বিশ্বাস, স্বরুপ বিকাশ বড়ুয়া, হুমায়ুন কবির হিমু, ইমরুল চৌধুরী, রাজিব বিকাশ বড়ুয়া ও লায়ন প্রদীপ চৌধুরী।
সহযোগিতায় ছিলেন লিও ক্লাব অব চিটাগাং প্রোগ্রেসিভ ওয়েস্ট এর সভাপতি লিও পেয়ার মাহমুদ আফসার, সেক্রেটারি লিও মোহাম্মদ হাসবি, ট্রেজারার লিও মো. তানভীর রহমান, মো. মিজান চৌধুরী, মো. মাসুক হোসাইন, মো. বেলাল, মুরাদুল ইসলাম দিপু, মো. আবদুল মজিদ রাহাত, ফারহান ফুয়াদ, সাদিয়া মুশাররাত, শিশির বড়ুয়া, মো. জুবাইদুল, সম্যক শুভ, অপরুপা বড়ুয়া, লিও মো. আরিয়ানসহ অন্য লিও নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি