সুপ্রভাত ডেস্ক »
কোপা আমেরিকার ফাইনাল খেলেছে ব্রাজিল এর আগে ২০ বার। নয় বার জিতেছে ট্রফি। ২০১৯ সালের ফাইনালে যাদেরকে হারিয়েছিলো ব্রাজিল, সেই পেরুকেই এ বার সেমিফাইনালে ১-০ গোলে হারিয়ে ২১তম বার কোপার ফাইনালে উঠলো ব্রাজিল।
সেমিফাইনালে পেরুর বিপক্ষে ব্রাজিল গোলের দেখা পেল লুকাস পাকেতার কল্যাণেই। আগের ম্যাচেও দলকে এগিয়ে দিয়েছিলেন।
শুরুর আধঘণ্টায় বেশ কয়েকাট উল্লেখযোগ্য মুহূর্ত ছিল ব্রাজিলের, যেখানে হতে পারত গোল। কিন্তু পেরু রক্ষণ আর গোলরক্ষক মিলে থামিয়ে রেখেছিলেন ব্রাজিলের গোলকে।
৩৪ মিনিটে আর পারলেন না। নেইমার দারুণ এক আক্রমণে ঢুকে পড়েন পেরু রক্ষণভাগে। ততক্ষণে পেরুর চার ডিফেন্ডার ছেঁকে ধরেছেন তাকে, নেইমার বল হারাননি তাতে, দারুণ ক্লোজ কন্ট্রোলে বল দখলে রেখে শেষে বাড়ান সতীর্থ লুকাস পাকেতাকে। তার করা দারুণ শটে ব্রাজিল এগিয়ে যায় ১-০ গোলে।
ম্যাচের চিত্র বিরতির পর কিছুটা বদলে গেল । প্রথমার্ধে বিবর্ণ পেরু দ্বিতীয়ার্ধে আক্রমণ শানিত করে। চলতি আসরে যিনি পেরুর হয়ে গোল করেছেন সবচেয়ে বেশি সেই জিয়ানলুকা লাপাদুলাই যেন ছিলেন সবচেয়ে বেশি সপ্রতিভ। ৪৮ মিনিটে ডান প্রান্ত থেকে কাট ইন করে ঢুকলেন তিনি। করলেন জোরালো এক শট, এডারসনের দারুণ সেভ সে যাত্রায় ম্যাচে সমতা ফেরানো থেকে ঠেকায় পেরুকে।