পেট্রোল দিয়ে মানুষ হত্যা জনগণ ভুলেনি

কক্সবাজারে হানিফ

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার »

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি বলেছেন, শেখ হাসিনার মতো মানবতাবাদী নেত্রী বিশ্বে বিরল। এমন নেত্রী পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। তিনি বিএনপির উদ্দেশে বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়াকে মির্জা ফখরুলরা বলেন গণতন্ত্রের মা। অথচ এ খালেদার নেতৃত্বে পেট্রোল দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করার বিষয় জনগণ এখনও ভুলতে পারেননি। মানুষকে পুড়িয়ে হত্যা করে গণতন্ত্রের মা হয় কিভাবে বুঝা মুশকিল।

গতকাল বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে আয়োজিত কক্সবাজার জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় হানিফ আরও বলেন, ২০১৫ সালের ৯৩ দিনের কথিত হরতালে মানুষ সাড়া না দিয়ে বয়কট করেছিল। এতে ক্ষিপ্ত হয়ে মানুষকে পুড়িয়ে তারা হত্যা করেছিল।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে হবে। এর জন্য কক্সবাজারের প্রতিটি পরিবারে আমন্ত্রণপত্র পৌঁছাতে হবে, যার দায়িত্ব পালন করবেন ওয়ার্ডে পর্যায়ের নেতা-কর্মীরা।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম, ছাত্রলীগের সাবেক নেতা ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়–য়া, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সাইমুম সরওয়ার কমল, জাফর আলম, কানিজ ফাতেমা আহমেদ প্রমুখ।

সভায় ৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কক্সবাজার সফর সফল করতে নানা নির্দেশনা দেয়া হয়।