নগরীর চশমা হিলের বাসভবনে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের সাথে মতবিনিময় করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নার্সিং অ্যাসোসিয়েশন, বিভিন্ন বিভাগের কর্মকর্তা, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির নেতৃবৃন্দ।
মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চমেকহাকে আধুনিক হাসপাতাল হিসেবে গড়ে তুলতে চেষ্টা চালাচ্ছেন। যার অংশ হিসেবে এই হাসপাতালে বিশেষায়িত পূর্ণাঙ্গ ক্যান্সার ইউনিট নির্মাণ প্রক্রিয়াধীন এবং বার্ন ইউনিট সম্ভাব্যতা যাচাই চলছে। ক্যান্সার ইউনিট চালু হলে বৃহত্তর চট্টগ্রামের মানুষের ক্যান্সারের চিকিৎসায় পাওয়া অনেক সহজ হবে এবং বার্ন ইউনিট চালু হলে আগুনে পোড়া রোগীদের ঢাকায় না নিয়ে চট্টগ্রামেই উন্নত চিকিৎসা প্রদান করা সম্ভব হবে।
শিক্ষা উপমন্ত্রী করোনা সংকটের শুরু থেকে চমেকহা চিকিৎসা সেবার সাথে জড়িত সকলের সমন্বিত প্রচেষ্টায় সর্বোচ্চ গুরুত্ব সহকারে আক্রান্তদের সেবা প্রদান করাই সকলকে ধন্যবাদ জানান।
তিনি নেতৃবৃন্দের কাছে বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সমস্যা সমূহ দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, চমেকহা এর উপ-পরিচালক ডা. আফতাবুল ইসলাম, সহকারী পরিচালক ডা. রাজীব পালিত, চমেকহা ব্যবস্থাপনা কমিটির সদস্য অ্যাডভোকেট এইচ এম জিয়া উদ্দিন, বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশন(বিএনএ) চমেকহা শাখার সভাপতি আশু চৌধুরী, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আখন্দ, নার্সিং সুপারিন্টেন্ডেন্ট ইনসাফী হান্না, চমেকহা তৃতীয় শ্রেণির কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মঈন উদ্দিন আহমেদ, চমেকহা চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সভাপতি আব্দুল মতিন মানিক, সাধারণ সম্পাদক রুপন কান্তি দাশ, একাউন্টস অফিসার মো. শাহজাহান,
এ সময় উপস্থিত ছিলেন বিএনএ চমেকহা শাখার সহ-সভাপতি নাজনীন আকতার, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক নাছির আহম্মদ, দপ্তর সম্পাদক খোকন কান্তি বিশ্বাস, অর্থ সম্পাদক সত্যজিৎ সরকার প্রমুখ। বিজ্ঞপ্তি
এ মুহূর্তের সংবাদ