পিএইচপি’র তৃতীয় প্রজন্মের দ্বিতীয় ‘কাণ্ডারি’ নুভেদ মিজান

তৃতীয় প্রজন্মের ‘কাণ্ডারি’ হিসেবে পিএইচপি ফ্যামেলি’তে ‘পা’ রাখলেন পিএইচপি ফ্যামেলি’র ব্যবস্থাপনা পরিচালক মো. ইকবাল হোসেনের বড় সন্তান নুভেদ মিজান ইকবাল। তিনি একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব সুফি মিজানুর রহমানের নাতি এবং ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিনের ভাতিজা। নুভেদ মিজান পিএইচপি ফ্যামেলিতে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি’ হিসেবে ফাইন্যান্স ডিরেক্টর মোহাম্মদ আলী হোসেন সোহাগের অধীনে কাজ করবেন। ৫ জানুয়ারি সকালে বিশেষ মোনাজাত এবং ফুল দিয়ে নুভেদ মিজানকে বরণ করে নেন পিএইচপি ফ্যামেলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন এবং ফাইন্যান্স ডিরেক্টর মোহাম্মদ আলী হোসেন সোহাগ। এর আগে ২০২২ সালে তৃতীয় প্রজন্মের প্রথম ‘কাণ্ডারি’ হিসেবে পিএইচপিতে পা রেখেছিলেন ভিক্টর মহসিন।
নুভেদ মিজানের লেখাপড়ার হাতেখড়ি ফ্লোবেল প্রে স্কুলে হলেও ২০২১ সালে স্কুলের গণ্ডি পেরিয়েছেন ইন্টারন্যাশনাল স্কুল অফ কুয়ালালামপুর থেকে। এর পরের গল্পটা পুরোটাই নোভেদের নিজের। নিজ ইচ্ছা ও প্রচেষ্টায় ভর্তি হয়েছেন বিশ্বসেরা ইউনিভার্সিটি পার্ডো বিশ্ববিদ্যালয়ে (চঁৎফঁব টহরাবৎংরঃু)। সেখান থেকে ফাইন্যান্স এবং প্লানিং ও এন্ট্রাপ্রেনিউরশিপ বিষয়ে ব্যাচেলর সম্পন্ন করেন তিনি।
এই প্রতিবেদকের সাথে আলাপচারিতায় নুভেদ মিজান জানান, তারুণ্যের স্বপ্নদ্রষ্টা সুফি মিজানুর রহমানের হাত ধরে পিএইচপি’র যাত্রা শুরু হয়েছে। চাচ্চুদের দিক নির্দেশনায় আমি দাদুর সে স্বপ্নকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। তিনি আরও বলেন, দেশ এবং দেশের বাহিরে পিএইচপি ফ্যামেলির সুনাম রয়েছে। তৃতীয় প্রজন্মের হাত ধরেও যেন সে সুনাম অক্ষুন্ন থাকে আমরা সবাই সে চেষ্টাই করবো। পিএইচপি’র ফাইন্যান্স ডিরেক্টর মোহাম্মদ আলী হোসেন সোহাগ বলেন, পার্ডো ইউনিভার্সিটির মতো বিশ্ব বিখ্যাত একটি বিশ্ববিদ্যালয়ে সে পড়াশোনা করেছে। সম্পূর্ণ নিজের ইচ্ছায় এবং নিজ উদ্যোগে। এটা অনেক বড় একটা বিষয়। আলী হোসেন সোহাগ আরও বলেন, আমি বিশ্বাস করি নোভেদের মেধা ও শ্রম পিএইচপিকে অনেকদূর নিয়ে যাবে।