নগরীর ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডে মরহুম জালাল আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে অক্সিজেন, নেবুলাইজার ও পালস অক্সিমিটার দিয়ে
সেবা কার্যক্রম ‘টিম-৩৪ পাথরঘাটা’র উদ্বোধন করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
শিক্ষা উপমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দলের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন করোনা সংকটে সাধ্যমত মানুষের পাশে দাঁড়াতে। বঙ্গবন্ধু কন্যার নির্দেশনা মত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শ্বাস কষ্টে ভোগা রোগীদের বিনামূল্যে অক্সিজেন, নেবুলাইজারসহ জরুরি চিকিৎসা সামগ্রী ব্যবস্থা করায় আয়োজকদের ধন্যবাদ।
মরহুম জালাল আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আসফাক আহমদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সদস্য ও কোতোয়ালী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল মনসুর, কাউন্সিলর প্রার্থী পুলক খাস্তগীর, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন, মঈন মাসরুর আহমেদ, জোবাইর আহমেদ, জামাল উদ্দীন, সুফী দিদারুল আলম প্রমুখ।
এছাড়া শিক্ষা উপমন্ত্রী পুলক খাস্তগীরের উদ্যোগে ‘হ্যালো ডাক্তার পাথরঘাটা ওয়ার্ড’ কর্মসূচির প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক দেবাশীষ গুহ বুলবুল, ডা. সজীব তালুকদার, ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ইসমাইল আজাদ, প্রবাল চৌধুরী মানু, সিনিয়র নার্স রোজী চক্রবর্তী প্রমুখ। বিজ্ঞপ্তি
মহানগর