সুপ্রভাত ডেস্ক
‘পাঠান জ্বর’-এ কাবু পুরো ভারত। অগ্রিম টিকিট বুকিংয়ে দর্শক চাপে ক্র্যাশ করেছে বুকিং অ্যাপ। টিকিট না পেয়ে সরাসরি নায়কের কাছেই আবদার করে বসে এক ভক্ত। এবার বাংলাদেশি শাহরুখ ভক্তদের জন্য রয়েছে সুখবর। বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ‘পাঠান’। সিদ্ধান্ত জানা যাবে আগামীকাল। খবর ঢাকাপোস্ট’র
জানা গেছে, সাফটা চুক্তির আওতায় ছবিটি আনার চেষ্টা চলছে। সব কিছু ঠিকঠাক থাকলে ভারতের সঙ্গে বাংলাদেশেও মুক্তি পেতে পারে শাহরুখ অভিনীত ‘পাঠান’ সিনেমাটি। ইতোমধ্যে বাংলাদেশের একটি প্রযোজনা সংস্থা এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে।
চিটি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে একটি সূত্র জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার দুপুর ৩ টায় এ বিষয়ে তথ্য মন্ত্রণালয়ে মিটিং রয়েছে। সেই মিটিংয়ে নিশ্চিত হতে পারে ‘পাঠান’ বাংলাদেশে মুক্তি পাবে কিনা। যদি মিটিংয়ে ইতিবাচক ফলাফল পাওয়া যায়, তাহলে এই ছবি সাফটা চুক্তির নীতিমালা অনুসারে ভারতে মুক্তির দুইদিন পরে বাংলাদেশে মুক্তি পাবে।
সার্কচুক্তিভুক্ত দেশসমূহের মুক্ত বাণিজ্য চুক্তিকেই সংক্ষেপে ইংরেজিতে সাফটা (ঝঅঋঞঅ) বলা হয়। ২০০৪ সালের জানুয়ারি মাসে ইসলামাবাদে এ চুক্তি স্বাক্ষরিত হয়। সার্কভুক্ত সব কয়টি দেশের মধ্যে চুক্তি হলেও ছবি আসছে কেবল ভারতের কলকাতা থেকেই। যদিও কালেভদ্রে কিছু হিন্দি সিনেমাও আনা হয়েছে। তবে এবার এই চুক্তির আওতায় ভারতের সবচেয়ে আলোচিত সিনেমা ‘পাঠান’ আসতে পারে।
উল্লেখ্য, ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘পাঠান’। এতে শাহরুখ ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা প্রমুখ। অতিথি চরিত্রে দেখা যাবে সালমান খানকে। ছবিটি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে।