সুপ্রভঅত ক্রীড়া ডেস্ক »
চির প্রতিপক্ষ পাকিস্তানকে হারিয়ে এবারের আসরে প্রথম জয়ের স্বাদ নিল ভারত। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে গতকাল ভারত ৬ উইকেটে জয়লাভ করে। প্রথম খেলায় পাকিস্তান সহজে শ্রীলংকার বিরুদ্ধে জয় পেলেও ভারতের সাথে পরাস্ত হয়েছে। আর প্রথম খেলায় ভারত নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয়। এ জয়ে ভারত গ্রুপে প্রতিদ্বন্দ্বিতায় ফিরে আসলো।
পাকিস্তানের ১০৫ রানে জবাবে ১৮.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে ভিড়ে ভারত। ওপেনার শেফালী ভার্মা ৩২, অধিনায়ক হারমানপ্রিত ২৯ ও জেমিমা ২৩ রান করেন। পাকিস্তানের ফাতিমা সানা ২৩ রানে নেন ২ উইকেট। এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তানের মেয়েরা। ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে ৮ উইকেট হারিয়ে মাত্র ১০৫ রান তুলতে সক্ষম হয়েছে পাকিস্তানের নারীরা। ৩৪ বলে সর্বোচ্চ ২৮ রান করেন নিদা দার। মুনিবা আলি করেন ১৭ রান। সাইদা আরুব শাহ ১৪ রানে অপরাজিত থাকেন এবং ফাতিমা সানা করেন ১৩ রান। ভারতীয় বোলারদের মধ্যে অরুন্দতি রেড্ডি নেন ৩ উইকেট। ২ উইকেট নেন স্রেয়াঙ্কা পাতিল এবং ১টি করে উইকেট নেন রেনুকা সিং, দিপ্তি শর্মা এবং আশা সোবহানা।