সুপ্রভাত বিনোদন ডেস্ক
চলতি বছরের শুরু থেকেই দাম্পত্য কলহ চলছিল চিত্রনায়িকা পরীমণি ও চিত্রনায়ক শরিফুলের রাজের সংসারে। গত মে মাসের শেষ দিকে তিন নায়িকার সঙ্গে ব্যক্তিগত ছবি-ভিডিও ফাঁসের ঘটনায় তাদের সম্পর্কের টানাপোড়েন চূড়ান্ত রূপ নেয়। এরপর থেকেই আলাদা থাকছেন এই জুটি।
গত ১০ আগস্ট এক বছর পূর্ণ করল রাজ-পরীর একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। লাখ টাকা খরচায় দিনটিকে রঙিন করে তোলেন পরীমণি। এদিন পুরো অনুষ্ঠানজুড়ে কোথাও দেখা যায়নি রাজকে। একা হাতে সবকিছু সামলেছেন রাজ্যর মা। যদিও এর এক দিন আগে পরীর বাসায় উপস্থিত হয়েছিলেন রাজ। কলকাতা থেকে আনা উপহারসামগ্রী তুলে দেন ছেলের হাতে। পুরো সময়টাতে রাজের সঙ্গে দেখা করেননি পরী। খবর ঢাকাপোস্ট’র
এক সাক্ষাৎকারে পরীমনি বলেছেন, ‘এখন আমার সঙ্গে রাজের কোনো সম্পর্ক নাই, সম্পর্ক তার ছেলের সঙ্গে।’ এ বিষয়ে রাজ বলেন, ‘মানে কী, আমি পরীকে বিয়ে করেছি, বউয়ের সঙ্গে সম্পর্কটাই আগে। পরে সন্তানের সঙ্গে। সত্যি কথা কী, পরী সবকিছু ছেড়েছুড়ে দিয়ে সন্তানকে নিয়ে সব সময় সেলিব্রেশন করে, করছে, এ বিষয়টি আমার ভালো লাগে।’ রাজের কথায়, ‘পরীর জীবনে সুন্দর একটি উপহার, আনন্দের একটি উপহার সন্তান রাজ্যকে দিতে পেরেছি, এটি আমার জন্য আনন্দের, গর্বের।’
ছেলের প্রথম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে কেন যাননি? এই প্রশ্নের জবাবে রাজ বলেন, ‘কেন যাইনি, কী কারণে যাইনি, সেটি আমিই জানি, বাইরের অন্য কেউ বুঝবে না। তাই সেটি নিয়ে কথা বলে লাভ হবে না। বললেও হয়তো আমার কথা মানুষ বিশ্বাস করতে চাইবে না। সবার অভিযোগ থাকতে পারে, কিন্তু কলকাতা থেকে ফিরে একজন বাবা হিসেবে অনুষ্ঠানের আগের রাতে বাবুকে দেখতে বাসায় গিয়েছিলাম। বাবুর সঙ্গে সময় কাটিয়ে এসেছি।’
তবে ওই দিন জন্মদিনের অনুষ্ঠানে রাজ-পরীকে একসঙ্গে দেখা না গেলেও, এক সপ্তাহের মাথায় গতকাল বুধবার (১৬ আগস্ট) দিবাগত রাতে ছেলের সঙ্গে এক ফ্রেমে ধরা দেন তারা। জানা যায়, এদিন টিএম ফিল্মসের পক্ষ থেকে রাজ্যর জন্মদিনের কেক কাটা হয়। সেখানেই এই দম্পতিকে বিভেদ ভুলে আলিঙ্গন করতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, অবশেষে তাদের মধ্যে দীর্ঘদিনের জমে থাকা অভিমানের বরফ গলতে শুরু করেছে।
তারই আভাস পাওয়া গেল শরিফুল রাজের কথায়। তিনি বলেন, ‘এ জীবনে আমি অনেক ঝামেলা ফেস করেছি। আর করতে চাই না। জীবনটা স্বাভাবিক চাই, শান্তি চাই। আর কোনো ঝামেলায় জড়াতে চাই না। বেবির জন্য হলেও আমার জীবনটা ঠিকঠাক করতে হবে। সে এখন বড় হচ্ছে। আরও পাঁচ-ছয় বছর পরে সে ভালোভাবে চলাফেরা করবে, কথা বলবে। তার একটা সুন্দর জীবন দিতে চাই।’
প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। মাত্র সাত দিনের পরিচয়ে বিয়ে করেছিলেন তারা। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন। একই দিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। একই বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।


















































