‘পরিকল্পিতভাবেই মেসিকে বিশ্বকাপ জেতানো হয়েছে’

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিলো আর্জেন্টিনা। ওই ম্যাচটি ছিল বেশ বিতর্কিত। নেদারল্যান্ডসের বিরুদ্ধে শুরুতে নাহুয়েল মোলিনার গোলে এগিয়ে গিয়েছিলো আর্জেন্টিনা। পরে মেসির পেনাল্টিতে ব্যবধান বাড়ায় আলবিসেলেস্তারা। ২-২ গোলে ড্র হওয়ার কারণে শেষ পর্যন্ত ম্যাচটির ফল নিষ্পত্তি হয়েছিলো টাইব্রেকারে। সেমিতে উঠে যায় আর্জেন্টিনা। ওই ম্যাচের পর থেকেই ‘শান্ত কোচ’ হিসেবে পরিচিত ডাচ কোচ লুইস ফন গাল খুব উত্তেজিত হয়ে ওঠেন। তখন থেকেই তিনি অভিযোগ করে আসছিলে, আর্জেন্টিনার প্রতি পক্ষপাতিত্ব করা হচ্ছে। বিশ্বকাপটা মেসিকে দেয়ার জন্যই এমন করা হচ্ছে।
এবার আবারও সেই কোচ চলে আসলে সংবাদের শিরোনামে। তার দাবি, কাতার বিশ্বকাপ পরিকল্পিতভাবেই মেসির হাতে তুলে দেয়া হয়েছিলো। বিশ্বকাপের ডিজাইনটা এমনভাবে করা হয়েছিলো, যেন মেসি ট্রফি জিততে পারেন। বিশেষ করে নেদারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি নিয়েই অভিযোগ তোলেন তিনি। এই ডাচ কোচ বলেন, ‘নেদারল্যান্ডসের বিরুদ্ধে আর্জেন্টিনার ম্যাচটি পূর্বপরিকল্পিত ছিল। মেসিকে বিশ্বকাপ জেতাতে এমনটা করা হয়েছিল।’ খবর জাগোনিউজ’র