দক্ষিণ জেলা যুব মহিলা লীগের মানববন্ধন
চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব মহিলা লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা ৩ ডিসেম্বর বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ন আহ্বায়ক চন্দনাইশ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট কামেলা খানম রুপা। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবমহিলা লীগের সদস্য অ্যাডভোকেট শ্যামলী চৌধুরী, আয়েশা সিদ্দিকা রুমী, অ্যাডভোকেট পাইরিন সুলতানা, কামরুন নাহার, হাসিনা তুল তাসকিন, নিপণা মুর্খাজি নিপা, নার্গিস আক্তার, আয়েশা আক্তার, নিপা আক্তার, শামীমা আকতার, মায়া সুলতানা তাজিন, তরজমা সুলতানা জুলি, তৌহিদা সুলতানা, জেরিন, জিনিয়া প্রমুখ।
সভায় প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ একে অপরের পরিপূরক। স্বাধীনতার পরাজিত শক্তির ষড়যন্ত্র মোকাবেলায় আওয়ামী পরিবারের সকল অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধভাবে মাঠে আছে। তাদের ঘৃণ্য ষড়যন্ত্রমূলক যেকোন কর্মকা- প্রতিরোধে আওয়ামী পরিবারের নেতা কর্মীরা প্রস্তুত আছে। বিজ্ঞপ্তি