চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানা এলাকায় ট্রাকের ধাক্কায় মনজুর আলম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাতে থানার কাঠগড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনজুর আলম পতেঙ্গার কাঠগর এলাকার শক্কুর আলমের ছেলে। তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় মনজুর আলমকে উদ্ধার করে রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে আনা হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


















































