পটিয়ায় আওয়ামী লীগ নেতা সুমন গ্রেপ্তার

সুপ্রভাত ডেস্ক »

পটিয়ায় মো. হাবিবুর রহমান সুমন (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে পটিয়া পৌর সদর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

সুমন পটিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুচক্রদন্ডী এলাকার মৃত আলাম নবীর ছেলে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান সুমনের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের মামলা রয়েছে।

তাকে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) আদালতে পাঠানো হয়েছে।