চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ.এইচ.এম জিয়া উদ্দীন বলেছেন, বীর মুক্তিযোদ্ধার সন্তানদের দায়িত্ব ও কর্তব্য অনেক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় বাংলাদেশ এখন বিশ্বমানচিত্রে রোল মডেল। তিনি বীর মুক্তিযোদ্ধার সন্তানদের দেশের উন্নয়নে সর্বাগ্রে এগিয়ে থাকার আহবান জানান।
মঙ্গলবার বিকালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য মো. সরওয়ার আলম চৌধুরী মনির নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত করতে এলে তিনি এ কথা বলেন। এ সময় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নেতৃবৃন্দ বলেন, আইনজীবীরা সমাজের সচেতন ও অগ্রসর ব্যক্তি। সমাজকে সমৃদ্ধ করার জন্য আইনজীবীরা এগিয়ে আসলে দেশ আরো সমৃদ্ধ হবে। জাতি হিসেবে আমরা গর্বিত হবো। নেতৃবৃন্দ আরো বলেন, দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনজীবীরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করে।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধার সন্তান ড. মোহাম্মদ ওমর ফারুক রাসেল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মহানগর আহবায়ক শাহেদ মুরাদ সাকু, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান সজিব, সদস্য সচিব কাজী মুহাম্মাদ রাজিশ ইমরান, সদস্য আবু শাঈদ মাহমুদ রণী, জয়নুদ্দিন জয়, সাইফুল্লাহ মাহমুদ, অ্যাডভোকেট মো.শাকিল আবদুল আহাদ রিপন প্রমুখ। বিজ্ঞপ্তি
মহানগর