নেপালে ১৯ আরোহীসহ বিমান বিধ্বস্ত

১৮ জন নিহত। পাইলট জীবিত উদ্ধার

সুপ্রভাত ডেস্ক »

নেপালের রাজধানী কাঠমান্ডুতে উড্ডয়নকালে একটি বিমান বিধ্বস্ত হয়েছে।

নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে আজ (২৪ জুলাই) বুধবার উড্ডয়নের সময় একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে উড়োজাহাজের ১৯ আরোহীর মধ্যে ১৮ জন নিহত হয়েছেন।

কাঠমান্ডুর পুলিশ জানিয়েছে, উড়োজাহাজটির পাইলটকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিমানবন্দরের নিরাপত্তাপ্রধান অর্জুন চাঁদ ঠাকুরি বলেন, উড়োজাহাজটিতে ২ জন ক্রু ও ১৭ জন টেকনিশিয়ান ছিলেন। রক্ষণাবেক্ষণ-সংক্রান্ত কাজের জন্য তাঁদের নেপালের অন্যতম পর্যটন কেন্দ্র পোখারা শহরে যাওয়ার কথা ছিল।

অর্জুন চাঁদ বলেন, বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়ার পর উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। রানওয়ের পূর্ব দিকের একটি মাঠে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

বিধ্বস্ত উড়োজাহাজটির মালিক স্থানীয় সংস্থা সৌর্য এয়ারলাইনস। সৌর্য এয়ারলাইনস নেপালে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে।

সৌর্য এয়ালাইন্সের বিমানটি আনুমানিক সকাল ১১টার দিকে বিধ্বস্ত হয়। বিমানটিতে আগুন ধরে যাওয়ার পর প্রচুর পরিমাণে ধোঁয়া বের হতে দেখা গেছে।